‘অশিক্ষিত’ বলায় অভিনেত্রী দেখালেন মার্কশিট
- সর্বশেষ আপডেট ০৫:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 246
সামাজিক মাধ্যমে ‘অশিক্ষিত’ বলা হয়েছিল তাকে। জবাব দিতে তাই নিজের মাধ্যমিকের মার্কশিট প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী।
এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’-এর মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠা মধুবনী এখন অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সক্রিয় সামাজিক মাধ্যমে। বিশেষ করে, তিনি ও তার স্বামী রাজা গোস্বামী মিলে নিয়মিত ভ্লগিং করেন, যেটির একটি বড় ভক্তগোষ্ঠীও গড়ে উঠেছে।
তবে সেই সামাজিক মাধ্যমেই তাকে ও তার পরিবারকে শুনতে হচ্ছে নানা কুরুচিপূর্ণ মন্তব্য। কেউ লিখছেন, “ছেলেকে দেখিয়েই তো রান্না হয়!” কেউ আবার বলছেন, “ভ্লগ করেই খেতে হবে, অশিক্ষিত, আর কোনো যোগ্যতা নেই।”
এই ধরনের মন্তব্যে বিরক্ত হয়ে মধুবনী ও তার স্বামী দু’জনেই নিজেদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। তাতে দেখা যায়, দু’জনেই মাধ্যমিকে ভালো ফল করেছিলেন।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মধুবনী বলেন, “অনেকে ভাবছেন আমরা রেগে আছি। আসলে তা নয়। কিছু কিছু মানুষ এমন জঘন্য মন্তব্য করেন, তাদের চুপ করাতেই এই পোস্ট করেছি।”
১৪ বছর আগে মধুবনী ও রাজা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালে। সেখানে ‘ওম’ ও ‘তোড়া’র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তারা। সেই ভালোবাসা বাস্তব জীবনেও পরিণয়ে গড়ায়। বর্তমানে তারা সংসার করছেন এবং তাদের একটি সন্তান রয়েছে।
































