ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা

অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 146

অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী

ভারতের আহমেদাবাদে আজ দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। উদ্ধারকারী দলের দাবি, একজন যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, বেঁচে যাওয়া ওই যাত্রী বিমানের ১১এ নম্বর সিটে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি সাদা টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে হেঁটে যাচ্ছেন। তার শরীরে গুরুতর কোনো দাহচিহ্নও দেখা যায়নি।

ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১-এ। বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর, মাত্র ৮২৫ ফুট উচ্চতায় থাকাকালীন আকস্মিকভাবে নিচে নেমে আসে এবং সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয়।

পাইলট শেষ মুহূর্তে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন, তবে তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপরই আকাশে বিকট বিস্ফোরণের শব্দ ও আগুন-ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একজন যাত্রীর অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় দেশজুড়ে বিস্ময় ও আলোড়ন সৃষ্টি হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ জানা না গেলেও, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা

অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী

সর্বশেষ আপডেট ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের আহমেদাবাদে আজ দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাইকে মৃত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। উদ্ধারকারী দলের দাবি, একজন যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, বেঁচে যাওয়া ওই যাত্রী বিমানের ১১এ নম্বর সিটে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি সাদা টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে হেঁটে যাচ্ছেন। তার শরীরে গুরুতর কোনো দাহচিহ্নও দেখা যায়নি।

ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১-এ। বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর, মাত্র ৮২৫ ফুট উচ্চতায় থাকাকালীন আকস্মিকভাবে নিচে নেমে আসে এবং সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয়।

পাইলট শেষ মুহূর্তে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন, তবে তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপরই আকাশে বিকট বিস্ফোরণের শব্দ ও আগুন-ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে একজন যাত্রীর অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনায় দেশজুড়ে বিস্ময় ও আলোড়ন সৃষ্টি হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ জানা না গেলেও, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।