অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
- সর্বশেষ আপডেট ১১:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 102
লক্ষ্মীপুরে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা অর্ধশতাধিক কর্মী ও সমর্থক নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতের সময় চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
হোসেন আহমেদ সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি জামায়াতের সদস্য ফরমও পূরণ করেন।
এই সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াত সভাপতি ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা ওমর ফারুক জানান, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন এবং তারা সদস্য ফরম পূরণ করেছেন।
হোসেন আহমেদ বলেন, “শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। কিন্তু পরে দেখেছি বিএনপির সঙ্গে আল্লাহ-রাসূলের আইনের কোনো সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। সেই চিন্তাই আমাকে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”



































