ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ বিল ও আস্থা ভোটে ঐকমত্য, অন্যান্য বিষয়ে স্বাধীন ভোটের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 105

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়—আস্থা ভোট ও অর্থ বিল—নিয়ে সবাই একমতে পৌঁছেছে। এই দুটি বিষয় ছাড়া সংসদ সদস্যরা অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলাকালে বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে। আস্থা ভোট ও অর্থ বিল এই দুইটি বিষয়ে সদস্যদের বাধ্যবাধকতা থাকবে। তবে বাকি বিষয়ে তারা মতপ্রকাশে স্বাধীন হবেন।”

তিনি আরও জানান, কয়েকটি রাজনৈতিক দল সংবিধান সংশোধনী প্রস্তাবের সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করেছে। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, জাতীয় নিরাপত্তার মতো কিছু সংবেদনশীল ইস্যুতে সংসদ সদস্যদের স্বাধীনতা সীমিত রাখা যেতে পারে।

“সিদ্ধান্ত হয়েছে, আস্থা ভোট ও অর্থ বিল জাতীয় সনদে অন্তর্ভুক্ত থাকবে এবং সেখানে সব পক্ষের স্বাক্ষর থাকবে। অন্যান্য বিষয় আলাদাভাবে সংযুক্ত রাখা হবে। আমরা ক্ষমতায় গেলে সেগুলোও চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করব,” বলেন সালাহউদ্দিন আহমেদ।

নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন রাখার বিষয়ে সম্মিলিতভাবে একমত হয়েছে সব দল। তবে এই আসনগুলো কীভাবে নির্বাচন করা হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থ বিল ও আস্থা ভোটে ঐকমত্য, অন্যান্য বিষয়ে স্বাধীন ভোটের প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৫:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের দুটি গুরুত্বপূর্ণ বিষয়—আস্থা ভোট ও অর্থ বিল—নিয়ে সবাই একমতে পৌঁছেছে। এই দুটি বিষয় ছাড়া সংসদ সদস্যরা অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলাকালে বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে। আস্থা ভোট ও অর্থ বিল এই দুইটি বিষয়ে সদস্যদের বাধ্যবাধকতা থাকবে। তবে বাকি বিষয়ে তারা মতপ্রকাশে স্বাধীন হবেন।”

তিনি আরও জানান, কয়েকটি রাজনৈতিক দল সংবিধান সংশোধনী প্রস্তাবের সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করেছে। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, জাতীয় নিরাপত্তার মতো কিছু সংবেদনশীল ইস্যুতে সংসদ সদস্যদের স্বাধীনতা সীমিত রাখা যেতে পারে।

“সিদ্ধান্ত হয়েছে, আস্থা ভোট ও অর্থ বিল জাতীয় সনদে অন্তর্ভুক্ত থাকবে এবং সেখানে সব পক্ষের স্বাক্ষর থাকবে। অন্যান্য বিষয় আলাদাভাবে সংযুক্ত রাখা হবে। আমরা ক্ষমতায় গেলে সেগুলোও চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করব,” বলেন সালাহউদ্দিন আহমেদ।

নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন রাখার বিষয়ে সম্মিলিতভাবে একমত হয়েছে সব দল। তবে এই আসনগুলো কীভাবে নির্বাচন করা হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।