অভিনেত্রী মম বিয়ে করেছেন
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 83
অভিনেত্রী মায়মুনা মম শুক্রবার (২১ নভেম্বর) নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসানের সঙ্গে বিয়ে করেছেন। ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে আয়োজন করা একটি ঘরোয়া অনুষ্ঠানে তারা চার হাত এক করেছেন।
মম জানিয়েছেন, তাদের সম্পর্কের শুরু ভার্চুয়াল মাধ্যমে। ফেসবুকে ‘হাই-হ্যালো’ দিয়ে পরিচয় তৈরি হয় এবং পরবর্তীতে এক কফি শপে দেখা হয়। সেই প্রথম সাক্ষাতেই রাফায়েল মমকে প্রেমের প্রস্তাব দেন, যা মম গ্রহণ করেন।
বিয়ে প্রকাশ্যে আসার পর মম বলেছেন, তাদের সম্পর্ক কিঞ্চিৎ প্রেমময় এবং কিঞ্চিৎ পারিবারিক। মাত্র এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সবকিছু সম্পন্ন হয়েছে। শিগগিরই বড় পরিসরে রিসেপশনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নবদম্পতির হাতে এখন অনেক নাটক ও কাজ রয়েছে, তাই আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা নেই। মম বলেছেন, কাজ শেষ করে হানিমুনের পরিকল্পনা করা হবে।
মম নাটক ও সিনেমায় পরিচিত মুখ। রাফায়েল আহসান নির্মাতা হিসেবে কাজ করেছেন, তার মধ্যে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত নয়-ছয় চলচ্চিত্র উল্লেখযোগ্য। তিনি নেটফ্লিক্সের এক্সট্রাকশন সিনেমাতেও যুক্ত ছিলেন।































