ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 68

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান পরিবেশ অনুকূলে রয়েছে এবং নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে বলে তারা আশাবাদী।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তে যারা অসন্তুষ্ট, তাদের আপিল গ্রহণের জন্য সেখানে মোট ১০টি আঞ্চলিক বুথ চালু করা হয়েছে।

এর আগে, রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। যাচাই শেষে ৩০০ আসনের মধ্যে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি পর্যন্ত।

মনোনয়ন ফিরে পেতে আপিল করতে হলে প্রার্থীদের কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। আপিল আবেদন নির্বাচন কমিশন বরাবর নির্ধারিত ফরমে স্মারকলিপি আকারে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ অঞ্চলের জন্য নির্ধারিত বুথে সরাসরি আপিল দাখিল করতে হবে। এছাড়া, আপিল কর্তৃপক্ষের রায়ের কপি পেতে আলাদা ফরমে আবেদন করতে হবে। রায়ের কপি আপিলকারী নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি সংগ্রহ করতে পারবেন। আপিল দায়েরের জন্য প্রয়োজনীয় ফরম নির্বাচন ভবনের কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।

নির্বাচন ভবন চত্বরে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য মোট দশটি বুথ নির্ধারণ করা হয়েছে। খুলনা অঞ্চলের জেলাগুলোর জন্য রয়েছে ১ নম্বর বুথ, রাজশাহী অঞ্চলের জন্য ২ নম্বর, রংপুর অঞ্চলের জন্য ৩ নম্বর, চট্টগ্রাম অঞ্চলের জন্য ৪ নম্বর এবং কুমিল্লা অঞ্চলের জেলাগুলোর জন্য ৫ নম্বর বুথ। সিলেট অঞ্চলের প্রার্থীরা ৬ নম্বর বুথে, ঢাকা অঞ্চলের প্রার্থীরা ৭ নম্বর বুথে, ময়মনসিংহ অঞ্চলের জন্য ৮ নম্বর, বরিশাল অঞ্চলের জন্য ৯ নম্বর এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলোর প্রার্থীরা ১০ নম্বর বুথে আপিল আবেদন জমা দিতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় ও নিয়ম মেনে আপিল করলে সংশ্লিষ্ট আবেদন যথাযথভাবে বিবেচনা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

সর্বশেষ আপডেট ১১:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান পরিবেশ অনুকূলে রয়েছে এবং নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে বলে তারা আশাবাদী।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তে যারা অসন্তুষ্ট, তাদের আপিল গ্রহণের জন্য সেখানে মোট ১০টি আঞ্চলিক বুথ চালু করা হয়েছে।

এর আগে, রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। যাচাই শেষে ৩০০ আসনের মধ্যে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি পর্যন্ত।

মনোনয়ন ফিরে পেতে আপিল করতে হলে প্রার্থীদের কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। আপিল আবেদন নির্বাচন কমিশন বরাবর নির্ধারিত ফরমে স্মারকলিপি আকারে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ অঞ্চলের জন্য নির্ধারিত বুথে সরাসরি আপিল দাখিল করতে হবে। এছাড়া, আপিল কর্তৃপক্ষের রায়ের কপি পেতে আলাদা ফরমে আবেদন করতে হবে। রায়ের কপি আপিলকারী নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি সংগ্রহ করতে পারবেন। আপিল দায়েরের জন্য প্রয়োজনীয় ফরম নির্বাচন ভবনের কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।

নির্বাচন ভবন চত্বরে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য মোট দশটি বুথ নির্ধারণ করা হয়েছে। খুলনা অঞ্চলের জেলাগুলোর জন্য রয়েছে ১ নম্বর বুথ, রাজশাহী অঞ্চলের জন্য ২ নম্বর, রংপুর অঞ্চলের জন্য ৩ নম্বর, চট্টগ্রাম অঞ্চলের জন্য ৪ নম্বর এবং কুমিল্লা অঞ্চলের জেলাগুলোর জন্য ৫ নম্বর বুথ। সিলেট অঞ্চলের প্রার্থীরা ৬ নম্বর বুথে, ঢাকা অঞ্চলের প্রার্থীরা ৭ নম্বর বুথে, ময়মনসিংহ অঞ্চলের জন্য ৮ নম্বর, বরিশাল অঞ্চলের জন্য ৯ নম্বর এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলোর প্রার্থীরা ১০ নম্বর বুথে আপিল আবেদন জমা দিতে পারবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় ও নিয়ম মেনে আপিল করলে সংশ্লিষ্ট আবেদন যথাযথভাবে বিবেচনা করা হবে।