অবসরের কথা ভাবছেন রোনালদো
- সর্বশেষ আপডেট ০৬:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 90
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। যুক্তরাজ্যের এক টকশোতে তিনি জানিয়েছেন, পরিবারকে সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৪০ বছর বয়সী রোনালদো বলেন, “খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, তবে আমি প্রস্তুত।” তিনি জানিয়েছেন, অনেক আগেই অবসরের পরের জীবন পরিকল্পনা করে রেখেছেন। “২৫-২৬ বছর বয়স থেকেই অবসরের পরের জীবন নিয়ে ভাবতে শুরু করি। গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা করা যায় না, তবে সবকিছুরই শেষ আছে,” বলেন তিনি।
আল নাসরের স্ট্রাইকার রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ গোল করেছেন। গত মাসে তিনি জানিয়েছিলেন, ১ হাজার গোলের লক্ষ্য পূরণের পরই বিদায় নিতে চান।
অবসরের প্রেক্ষাপটে রোনালদো বলেন, “এখন আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করে তোলার জন্য বেশি সময় দিতে চাই।”
পর্তুগিজ তারকা আরও বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। তবে ক্লাবের বর্তমান পরিস্থিতি তাকে হতাশ করেছে। তিনি বলেন, “দুঃখ লাগে, কারণ এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু এখন কোনো সঠিক কাঠামো নেই।”
ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ রুবেন আমরিমের ব্যাপারে রোনালদো মন্তব্য করেন, “তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু একা কেউই অলৌকিক কিছু করতে পারে না।”
































