ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মুক্তি পাচ্ছে পরীর ‘ডোডোর গল্প’

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 85

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মনি। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি শেয়ার করেন সিনেমার শুটিং অভিজ্ঞতা, নিজের চরিত্র এবং কিছু রহস্যময় ইঙ্গিতও।

ভক্তদের হাত ধরেই শুরু প্রমোশন:
‘ডোডোর গল্প’ মুক্তির খবর ভক্তদের কাছ থেকেই প্রথম পেয়েছেন বলে জানান পরীমনি। তিনি হাসিমুখে বলেন, ‘ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং, কারণ আপনারা সবাই এই খবরটা নিয়ে আমার মতোই উত্তেজিত।’

ভক্তদের ভালোবাসায় ভরপুর এই নায়িকা আরও যোগ করেন, ‘প্রমোশনটা তো আসলে আপনাদের হাত ধরেই শুরু হয়েছে। এটা আমার কাছে সবচেয়ে দারুণ ব্যাপার।’

চরিত্রে জীবন যাত্রা:
পরীমনির ভাষায়, ‘ডোডোর গল্প’ তার জন্য এক লাইফটাইম এক্সপেরিয়েন্স। ছবিটির শুটিং শেষ হয়েছে দুই বছর আগে, কিন্তু চরিত্রের গভীরতা এখনো তার মনে গেঁথে আছে। তিনি বলেন,

‘এই সিনেমায় বয়সের একটা জার্নি দেখানো হয়েছে—টিনএজ থেকে শুরু করে প্রৌঢ় বয়স পর্যন্ত। আমি প্রায় ৫০ বছরেরও বেশি বয়সী চরিত্রের লুক দিয়েছি। সেই লুকটা পর্দায় কেমন লাগে, সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড।’

সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না… আমি অনেক কিছু বলে দেব।’

তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা আরও কৌতূহলী হয়ে ওঠেন, তবে বিষয়টি রহস্য হিসেবেই রেখে যান পরী।

‘ডোডোর গল্প’ এর মুক্তির মাধ্যমে প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ভক্তদের প্রত্যাশা- এই সিনেমা পরীমনির ক্যারিয়ারে যুক্ত করবে নতুন এক উজ্জ্বল অধ্যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবশেষে মুক্তি পাচ্ছে পরীর ‘ডোডোর গল্প’

সর্বশেষ আপডেট ১২:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি শেয়ার করেন সিনেমার শুটিং অভিজ্ঞতা, নিজের চরিত্র এবং কিছু রহস্যময় ইঙ্গিতও।

ভক্তদের হাত ধরেই শুরু প্রমোশন:
‘ডোডোর গল্প’ মুক্তির খবর ভক্তদের কাছ থেকেই প্রথম পেয়েছেন বলে জানান পরীমনি। তিনি হাসিমুখে বলেন, ‘ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং, কারণ আপনারা সবাই এই খবরটা নিয়ে আমার মতোই উত্তেজিত।’

ভক্তদের ভালোবাসায় ভরপুর এই নায়িকা আরও যোগ করেন, ‘প্রমোশনটা তো আসলে আপনাদের হাত ধরেই শুরু হয়েছে। এটা আমার কাছে সবচেয়ে দারুণ ব্যাপার।’

চরিত্রে জীবন যাত্রা:
পরীমনির ভাষায়, ‘ডোডোর গল্প’ তার জন্য এক লাইফটাইম এক্সপেরিয়েন্স। ছবিটির শুটিং শেষ হয়েছে দুই বছর আগে, কিন্তু চরিত্রের গভীরতা এখনো তার মনে গেঁথে আছে। তিনি বলেন,

‘এই সিনেমায় বয়সের একটা জার্নি দেখানো হয়েছে—টিনএজ থেকে শুরু করে প্রৌঢ় বয়স পর্যন্ত। আমি প্রায় ৫০ বছরেরও বেশি বয়সী চরিত্রের লুক দিয়েছি। সেই লুকটা পর্দায় কেমন লাগে, সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড।’

সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না… আমি অনেক কিছু বলে দেব।’

তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা আরও কৌতূহলী হয়ে ওঠেন, তবে বিষয়টি রহস্য হিসেবেই রেখে যান পরী।

‘ডোডোর গল্প’ এর মুক্তির মাধ্যমে প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ভক্তদের প্রত্যাশা- এই সিনেমা পরীমনির ক্যারিয়ারে যুক্ত করবে নতুন এক উজ্জ্বল অধ্যায়।