অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল
- সর্বশেষ আপডেট ০২:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 94
অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেলেন কিউবা মিচেল। দীর্ঘ অপেক্ষার পর তার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সম্ভাবনা জাগলো।
গত ৩০ অক্টোবর থেকে নভেম্বর উইন্ডোর প্রস্তুতি ক্যাম্প শুরু হয় বাংলাদেশের। ৫ নভেম্বর ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে কিউবার নাম ছিল না। তবে ইনজুরির কারণে দুই খেলোয়াড় ছিটকে পড়ায় এবার সুযোগ মিলেছে তার।
চোটে ভুগছেন ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া। তাদের অবস্থার উন্নতি না হওয়ায় কিউবা মিচেল ও ফর্টিসের মোরশেদ আলীকে দলে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
কিউবা মিচেল তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডে। চলতি বছরের মাঝামাঝি থেকে তাকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছিল। তবে পাসপোর্ট ও আনুষ্ঠানিকতা সম্পূর্ণ না হওয়ায় তখন তাকে দলে নেওয়া সম্ভব হয়নি।
পরে বসুন্ধরা কিংসে যোগ দেন কিউবা। কিন্তু ক্লাবে নিয়মিত না খেলায় জাতীয় দলের প্রাথমিক দলে জায়গা পাননি। শেষ পর্যন্ত ইব্রাহিমের ইনজুরি তার জন্য খুলে দিল সুযোগের দরজা।
তবে এখনই মূল দলে জায়গা নিশ্চিত নয়। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনাও রয়ে গেছে কিউবা মিচেলের সামনে।
































