ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন ববির আলোচিত সুব্রত পোদ্দার

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০৬:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 135

জজ হিসেবে নিয়োগ পেলেন ববির আলোচিত সুব্রত পোদ্দার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার অবশেষে জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৮ ডিসেম্বর (সোমবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে সুব্রত পোদ্দারসহ মোট ১৩ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সুব্রত পোদ্দারকে ভোলা জেলার সিভিল জজ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সুব্রত পোদ্দার ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস)-এ চূড়ান্ত সুপারিশ পান, কিন্তু তার নাম বাদ দিয়ে ২৮ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেট প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বাদ পড়ার প্রতিবাদে আন্দোলন চালিয়েছিলেন এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এবারের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিতর্ক শেষ হয়ে সুব্রত পোদ্দার সরকারিভাবে জজ হিসেবে দায়িত্বে যোগদান করলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন ববির আলোচিত সুব্রত পোদ্দার

সর্বশেষ আপডেট ০৬:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার অবশেষে জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৮ ডিসেম্বর (সোমবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে সুব্রত পোদ্দারসহ মোট ১৩ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সুব্রত পোদ্দারকে ভোলা জেলার সিভিল জজ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সুব্রত পোদ্দার ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস)-এ চূড়ান্ত সুপারিশ পান, কিন্তু তার নাম বাদ দিয়ে ২৮ নভেম্বর গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেট প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বাদ পড়ার প্রতিবাদে আন্দোলন চালিয়েছিলেন এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এবারের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিতর্ক শেষ হয়ে সুব্রত পোদ্দার সরকারিভাবে জজ হিসেবে দায়িত্বে যোগদান করলেন।