ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 91

আমির হামজা

বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত মুফতি আমির হামজা শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, রাজনৈতিক ইস্যুতে যেন তিনি আর কোনো মন্তব্য না করেন।

রোববার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমির হামজা জানান, দলের কেন্দ্রীয় দুইজন দায়িত্বশীল তাকে বিশেষভাবে সতর্ক করেছেন। তারা বলেছেন, মাহফিলে শুধুমাত্র কুরআনের তাফসির নিয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক বা বিতর্কিত প্রসঙ্গে কথা না বলতে।

আমির হামজা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল প্রসঙ্গে আমার মুখ ফসকে ভুল বক্তব্য এসেছে। আমি সলিমুল্লাহ মুসলিম হল বলতে গিয়ে ভুল করে মুহসিন হল বলেছি। এজন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে দেওয়া বক্তব্যও ভুলভাবে ব্যাখ্যা হয়েছে। যদি কেউ এতে কষ্ট পেয়ে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

রাশমিকা মান্দানাকে নিয়ে করা মন্তব্য নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তুলনা করার সময় ওই কথাটি বলে ফেলেছিলাম। বিষয়টি অনুচিত ছিল, তাই আমি মাফ চাইছি এবং ভবিষ্যতে এমন আর কোনো কথা বলব না।”

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পান আমির হামজা। তবে একের পর এক বক্তব্যের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে মুহসিন হলে ১৬ বছর আজান বন্ধ থাকার দাবি নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। ছাত্রদল, এমনকি ছাত্রশিবিরের নেতাকর্মীরাও ওই বক্তব্যের সমালোচনা করে তাকে ক্ষমা চাইতে বলেন।

শেষ পর্যন্ত আমির হামজা জানালেন, তিনি আর কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবেন না এবং শুধুমাত্র ধর্মীয় আলোচনা নিয়েই থাকবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা

সর্বশেষ আপডেট ০৫:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত মুফতি আমির হামজা শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, রাজনৈতিক ইস্যুতে যেন তিনি আর কোনো মন্তব্য না করেন।

রোববার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমির হামজা জানান, দলের কেন্দ্রীয় দুইজন দায়িত্বশীল তাকে বিশেষভাবে সতর্ক করেছেন। তারা বলেছেন, মাহফিলে শুধুমাত্র কুরআনের তাফসির নিয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক বা বিতর্কিত প্রসঙ্গে কথা না বলতে।

আমির হামজা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল প্রসঙ্গে আমার মুখ ফসকে ভুল বক্তব্য এসেছে। আমি সলিমুল্লাহ মুসলিম হল বলতে গিয়ে ভুল করে মুহসিন হল বলেছি। এজন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে দেওয়া বক্তব্যও ভুলভাবে ব্যাখ্যা হয়েছে। যদি কেউ এতে কষ্ট পেয়ে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

রাশমিকা মান্দানাকে নিয়ে করা মন্তব্য নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তুলনা করার সময় ওই কথাটি বলে ফেলেছিলাম। বিষয়টি অনুচিত ছিল, তাই আমি মাফ চাইছি এবং ভবিষ্যতে এমন আর কোনো কথা বলব না।”

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পান আমির হামজা। তবে একের পর এক বক্তব্যের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে মুহসিন হলে ১৬ বছর আজান বন্ধ থাকার দাবি নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। ছাত্রদল, এমনকি ছাত্রশিবিরের নেতাকর্মীরাও ওই বক্তব্যের সমালোচনা করে তাকে ক্ষমা চাইতে বলেন।

শেষ পর্যন্ত আমির হামজা জানালেন, তিনি আর কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবেন না এবং শুধুমাত্র ধর্মীয় আলোচনা নিয়েই থাকবেন।