অপুর স্ত্রীর দাবি: জোরপূর্বক ভিডিও বানানো হয়েছে
- সর্বশেষ আপডেট ০২:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 173
রাজধানীর গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অপুর স্ত্রী কাজী সাবেকুন্নাহার আনিশা (বৃষ্টি) জানিয়েছেন, এই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুকে দিয়ে তৈরি করা হয়েছে।
বৃষ্টি বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, ৩১ জুলাই রাত ১১:৩০ থেকে ১ আগস্ট সকাল ৭:৩০ পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। তিনি জানান, রাত ১১:৩০টার দিকে অপুকে বাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ভাইরাল হওয়া ৩৫ মিনিটের ভিডিওটিতে অপুকে অল্প অল্প শিখিয়ে স্বীকারোক্তি করানো হয়েছে।
তিনি আরও জানান, অপুকে সকাল ৭:৩০টার দিকে গোপীবাগের একজনের বাসার সামনে থেকে গ্রেপ্তার দেখানো হলেও বাস্তবে তাকে ১১টার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এই সময়ে অপুর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একই সঙ্গে ৪ দিনের রিমান্ডে থাকা অবস্থায়ও তাকে নির্যাতন করা হয়েছে। বৃষ্টি বলেন, এই কয়েকদিন তাদেরকেও পুলিশ ও ডিবি হয়রানি করেছে।
অপুর সঙ্গে ৮ আগস্ট কারাগারে দেখা হয়। ওই সময় অপু জানিয়েছিলেন, তাকে ব্যবহার করে একটি বড় ভিডিও বানানো হয়েছে এবং যে কোনো সময় এটি প্রকাশ করা যেতে পারে। তাই বৃষ্টি সংবাদ সম্মেলন করেছেন।
বৃষ্টি আরও বলেন, অপু চাঁদাবাজি করেননি এবং কারও নির্দেশে চাঁদাবাজিও করেননি। তিনি বলেন, “অপুকে ব্যবহার করে একটি দল তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃষ্টি জানান, গোপীবাগে ইশরাক হোসেনের বাসার সামনে থেকেই অপুকে ধরে নিয়ে এই ভিডিও বানানো হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে প্রমাণিত।































