ছাত্রদলের নাসিরের হুঁশিয়ারি
অপরাধীর শাস্তিতে দলের ছাড় নেই
- সর্বশেষ আপডেট ১০:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 214
পুরান ঢাকার চকবাজারে ব্যবসায়ী চাঁদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কেউ পার পাবে না।”
নাসির উদ্দিন তদন্তে গাফিলতির আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, “সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
ভিকটিমের পরিবারের পাশে থাকার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, “পরিবারকে আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে।”
দলের অবস্থান স্পষ্ট করে ছাত্রদল নেতা লেখেন, “বিএনপি বা এর কোনো সহযোগী সংগঠনের কেউ অপরাধীর পক্ষে দাঁড়ালে, তাদের প্রতিহত করা হবে। অপরাধীর দলীয় পরিচয় নয়, অপরাধটাই মুখ্য।”
নাসির উদ্দিনের এই বক্তব্য থেকে স্পষ্ট, দলের মধ্যে অপরাধীদের কোনো জায়গা নেই এবং অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

































