ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

অন্তর্বর্তী সরকারের অনেকেই নির্বাচনে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 78

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচন করার আগে পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন রাজনৈতিক দলের ব্যানারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ প্রশ্নে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে বলেও সতর্ক করে দেন উপদেষ্টা আসিফ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

অন্তর্বর্তী সরকারের অনেকেই নির্বাচনে যাচ্ছেন

সর্বশেষ আপডেট ০৭:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচন করার আগে পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন রাজনৈতিক দলের ব্যানারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ প্রশ্নে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে বলেও সতর্ক করে দেন উপদেষ্টা আসিফ।