ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 103

যমুনায় এক ফ্রেমে প্রধান উপদেষ্টা ও বিএনপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যগণ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা। এছাড়াও এ সময়ে বিচার বিভাগের ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ লোকদের বসানোর অনুরোধ জানিয়েছেন।

বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানো দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘যদিও বিচার বিভাগের বিষয়, এর পরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বলেছি।

এর আগে, সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে

সর্বশেষ আপডেট ০৮:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যগণ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা। এছাড়াও এ সময়ে বিচার বিভাগের ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ লোকদের বসানোর অনুরোধ জানিয়েছেন।

বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানো দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘যদিও বিচার বিভাগের বিষয়, এর পরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বলেছি।

এর আগে, সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।