‘অন্তরঙ্গ মুহূর্তে’ আরিফিন শুভ-ঐশী
- সর্বশেষ আপডেট ০১:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 87
কিছুদিন আগে ঐশীর সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছেন ঢাকাই নায়ক আরিফিন শুভ। সেই চর্চা এখনো চলমান।
এর মধ্যেই গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুভ ও ঐশীর একটি ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও। যেখানে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। সেই ভিডিও এবং ছবি সোশ্যালে ইতিমধ্যে ভাইরাল।
তবে জানা গেছে, সেই ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস। এখনো সিনেমাটির কোনো গান উন্মুক্ত হয়নি। এর মধ্যেই কেউ একজন গানের একটি ভিডিওর ক্লিপস সোশ্যালে ছেড়ে দেন, এরপর থেকেই তা নিয়ে চর্চা হতে শুরু করে।
খবর, রায়হান রাফী পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
এদিকে আরিফিন শুভ এখন ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন।





































