অন্তরঙ্গ দৃশ্যে সাহসী ঋষভ
- সর্বশেষ আপডেট ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 42
দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস,ছবিতে নজর কাড়ছেন অভিনেতা ঋষভ বসু। শুধু পশ্চাদ্দেশ প্রদর্শনই নয়, পায়েল সরকারের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ও চুম্বনদৃশ্যেও দেখা গিয়েছে তাঁকে। এমন সাহসী দৃশ্যে কাজ করার আগে কী ধরনের প্রস্তুতি নেন তিনি? ছিল কি আলাদা ইন্টিমেসি কোরিওগ্রাফার? এসব প্রশ্নেরই উত্তর দিলেন ঋষভ।
ছবির মুক্তি ঘিরে গত এক সপ্তাহ ধরে চলছিল টানাপড়েন। অভিযোগ ছিল- স্টুডেন্টস ফিল্মের নামে আদতে একটি বাণিজ্যিক ছবি বানানো হয়েছে। মুক্তি আটকে যাওয়ায় ফেডারেশনের নিয়মকানুন নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেন ঋষভ। তবে জট কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ছবি। ঋষভ এখন মনে করছেন, অভিমান থেকেই তিনি সে সময় কঠোর মন্তব্য করে ফেলেছিলেন। তবে টেকনিশিয়ানদের প্রতি তাঁর সম্মান আগের মতোই অটুট-’বিদেশে কনকনে ঠান্ডায় শুটিংয়ের সময় টেকনিশিয়ান দাদারাই আমার খেয়াল রেখেছিলেন।’
চার বছর আগে, বলিউডে রণবীর কপূরের সাহসী দৃশ্য আলোচনায় আসারও বহু আগে এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন ঋষভ। বাণিজ্যিক নায়ক হয়ে অন্তরঙ্গ বা নগ্ন দৃশ্যে আপত্তি থাকে- এই ধারণায় বিশ্বাস করেন না তিনি। ঋষভের কথায়, ”হলিউডে এটা নিয়মিত কাজ। শাহরুখ খানও প্রথম দিকের ছবিগুলিতে এমন দৃশ্যে কাজ করেছেন। শিল্পের প্রয়োজনে করলে সেটা ফাইন আর্টসেরই অংশ। একজন ফাইন আর্টিস্ট হিসেবে এতে আমার কোনও দ্বিধা নেই।”
বলিউডে এখন অন্তরঙ্গ দৃশ্য শুটে আলাদা ইন্টিমেসি ডিরেক্টরের প্রচলন রয়েছে। তবে এই ছবিতে সে সুযোগ হয়নি। বেশির ভাগ দৃশ্যই ঋষভের নিজের পরিকল্পনা ও অভিজ্ঞতা অনুযায়ী শুট করা।‘শ্রীকান্ত’-এ কাজ করার অভিজ্ঞতা কাজে লেগেছে। আর শরীর ধরে রাখার জন্য কোভিডের সময়টাই সহায়ক ছিল,বললেন তিনি।
এর আগেও বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে ঋষভকে। দক্ষতার কারণেই এমন দৃশ্যের প্রস্তাব পান বলেই জানান তিনি। ভবিষ্যতেও চরিত্রের প্রয়োজন হলে সাহসী দৃশ্যে অভিনয়ে আপত্তি নেই তাঁর।






































