অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা
- সর্বশেষ আপডেট ০৪:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 30
রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার নিলিকে হত্যা করেছে হোটেল কর্মচারী মিলন মল্লিক।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এই তথ্য জানান। ঘটনার পর মিলন বাগেরহাটে পালিয়ে গেলে র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার আগের রাতেও একই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে পরের দিন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন।
র্যাব জানায়, ঘটনাস্থলে মিলন নাইলনের দড়ি ব্যবহার করে নিলির গলা চেপে ধরেন এবং চিৎকার শুরু হলে রান্নাঘরের ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। হত্যার পর নগদ অর্থ নিয়ে তিনি পালিয়ে যান। অভিযানের সময় মিলনের কাছ থেকে হত্যার সময় পরিহিত পোশাক ও ব্যবহারকৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মিলন আগে মাদকাসক্ত ছিলেন এবং মাদক মামলায় গ্রেফতারও হয়েছিল। র্যাব এখন যাচাই করছে, হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।



































