অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- সর্বশেষ আপডেট ১২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 147
আর্জেন্টিনা ২০০৭ সালের পর প্রথমবার অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তে যুবদল। ম্যাচের একমাত্র গোলটি করেন মাতেও সিলভেট্টি।
চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে দুই দলই আক্রমণ ও বল দখলের ক্ষেত্রে সমান লড়াই করেছে। কলম্বিয়া ৫৪ শতাংশ বল দখলে ছিল এবং ১৩ শটের মধ্যে ৪টি লক্ষ্যভেদে গেছে। আর্জেন্টিনা ১৪ শটের ৫টি লক্ষ্যভেদে শেষ করেছে। ৭৯ মিনিটে কলম্বিয়ার জন এনটারিয়া দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে দলটি ১০ জনে খেলতে বাধ্য হয়।
এফফর্টের ফলস্বরূপ আর্জেন্টিনা ১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল। ২০০৭ সালে কানাডায় শেষবার তারা শিরোপা জিতেছিল কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও সার্জিও রোমেরোদের নেতৃত্বে।
অন্য সেমিফাইনালে মরক্কো টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ইউরোপীয় শক্তি ফ্রান্সকে হারিয়েছে। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে স্কোর ছিল ১-১। টাইব্রেকারে জয় পেয়ে মরক্কো প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে।
ফাইনাল সোমবার অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো।
































