অনুষ্ঠানে যোগ না দেয়ার কারণ জানালো এনসিপি
- সর্বশেষ আপডেট ০১:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 111
বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই চুক্তিতে স্বাক্ষর করেনি এবং অনুষ্ঠানে উপস্থিত হননি।
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্ট নয় এবং বাস্তবায়নের সঠিক পদ্ধতি দেখানো হয়নি, এজন্য তাদের দল অনুষ্ঠানটিতে অংশ নেয়নি। তিনি সাংবাদিকদের বলেন, “আইনিভিত্তি ছাড়া এবং বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না থাকায় আমরা সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি।” এছাড়া, জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও বিচার দাবি করেন আখতার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য সিনিয়র নেতা। অনুষ্ঠানের মাধ্যমে এনসিপি তাদের অবস্থান প্রকাশ করেছেন।
এর আগে দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এনসিপি জুলাই সনদকে কেবল রাজনৈতিক সমঝোতা বা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। আমাদের লক্ষ্য বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এজন্য সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি স্পষ্ট হতে হবে।’
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করা হবে শুধুমাত্র তখনই, যখন সনদের বাস্তবায়ন আদেশ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন রূপরেখা প্রদর্শন করা হবে।
গতকাল এনসিপি জানিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘ এক বছর ঐকমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়েছে। তবে এনসিপি মনে করে, বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার সমান, কারণ অতীতে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

































