অনলাইনে যেভাবে কাটবেন টাইগার-ডাচদের সিরিজের টিকিট
- সর্বশেষ আপডেট ০৭:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 94
কিছুদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই টিকিটের দাম ঘোষণা করেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলোর জন্য টিকিটের দাম সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত হবে। টিকিটের দাম প্রকাশের পর থেকেই ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন, কীভাবে সহজ উপায়ে এই সিরিজের টিকিট কাটা যাবে।
জানা গেছে, দুই দলের এই টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা রেখেছে বিসিবি। বিসিবির ওয়েবসাইট এবং অফিসিয়াল টিকিটিং অ্যাপে সমর্থকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ক্রীড়াপ্রেমীরা টিকিট কাটা শুরু করতে পারবেন।
এশিয়া কাপের আগে সিরিজটিকে প্রস্তুতিমূলক আসর হিসেবে দেখছে বাংলাদেশ। মূলত ভারত সফর পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়ে নেদারল্যান্ডসকে আতিথ্য দিচ্ছে টাইগাররা।
টিকিট মূল্য
শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন হিল এরিয়া – ১৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড – ২৫০ টাকা
গ্রিন হিল এরিয়ার প্রিমিয়াম আসন – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড ও ডিরেক্টরস এনক্লোজার – ২০০০ টাকা
































