ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে গুজব, অপপ্রচার ও মিথ্যা তথ্য রোধে সমন্বিত পদক্ষেপ সরকারের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 61

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইনে গুজব, অপপ্রচার ও মিথ্যা তথ্য মোকাবিলায় সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার (১৬ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের অধীনে মিস ইনফরমেশন প্রতিরোধ সেল ইতোমধ্যে চালু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে অপপ্রচার শনাক্ত ও প্রতিরোধ করা হচ্ছে।”

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা, নির্বাচনবিরোধী ও সহিংসতাকে উসকানি দেওয়া কনটেন্ট শনাক্ত করতে একটি হটলাইন চালু করা হয়েছে। নির্বাচনের সময় দুটি টিম ২৪ ঘণ্টা কাজ করবে।

তিনি সরকারের অবস্থানও স্পষ্ট করেন, “জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ থাকলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেয়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।”

প্রসঙ্গত, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে সরকার একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যা বর্তমানে ১২টি মন্ত্রণালয়ের সেবা অন্তর্ভুক্ত করেছে। ভবিষ্যতে সব মন্ত্রণালয় যুক্ত হলে নাগরিকরা এক জায়গা থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব উদ্যোক্তাদের সতর্ক করে বলেন, “নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত দায়িত্বসহকারে ব্যবহার করতে হবে, না হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনলাইনে গুজব, অপপ্রচার ও মিথ্যা তথ্য রোধে সমন্বিত পদক্ষেপ সরকারের

সর্বশেষ আপডেট ১০:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইনে গুজব, অপপ্রচার ও মিথ্যা তথ্য মোকাবিলায় সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার (১৬ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের অধীনে মিস ইনফরমেশন প্রতিরোধ সেল ইতোমধ্যে চালু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে অপপ্রচার শনাক্ত ও প্রতিরোধ করা হচ্ছে।”

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা, নির্বাচনবিরোধী ও সহিংসতাকে উসকানি দেওয়া কনটেন্ট শনাক্ত করতে একটি হটলাইন চালু করা হয়েছে। নির্বাচনের সময় দুটি টিম ২৪ ঘণ্টা কাজ করবে।

তিনি সরকারের অবস্থানও স্পষ্ট করেন, “জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ থাকলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেয়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।”

প্রসঙ্গত, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে সরকার একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যা বর্তমানে ১২টি মন্ত্রণালয়ের সেবা অন্তর্ভুক্ত করেছে। ভবিষ্যতে সব মন্ত্রণালয় যুক্ত হলে নাগরিকরা এক জায়গা থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব উদ্যোক্তাদের সতর্ক করে বলেন, “নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত দায়িত্বসহকারে ব্যবহার করতে হবে, না হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।”