অধ্যাদেশ না পেলে সায়েন্সল্যাব মোড় ছাড়বেনা সাত কলেজের শিক্ষার্থীরা
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 55
রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা দাবি করছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না জারি হলে এ অবরোধ তুলে নেওয়া হবে না।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটায় শিক্ষার্থীরা অবস্থান নেন। ঢাকা কলেজ, ইডেন কলেজসহ সাত কলেজের সমন্বয়ে গঠিত আন্দোলনটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না করায় বাধ্য হয়ে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
ঢাকা কলেজের মাহমুদ হাসান বলেন, “১৫ জানুয়ারির আগে আমরা রাজপথে নামার সিদ্ধান্ত নিইনি। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা সায়েন্সল্যাব মোড় ছাড়ব না।”
শিক্ষার্থীরা সকাল থেকে বিভিন্ন কলেজের মিলিত বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের জন্য প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া নিয়ে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান।
এর আগে ২৪ সেপ্টেম্বর খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে আইন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। শিক্ষা মন্ত্রণালয় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং ডিসেম্বরের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অধ্যাদেশ এখনও জারি হয়নি।






































