ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ১২:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 69

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা কেনার নামে অতিরিক্ত টাকা আদায় করছেন। তিনি একটি নির্দিষ্ট দোকান থেকে এসব সামগ্রী কেনার জন্য শিক্ষার্থীদের বাধ্য করছেন এবং নিজের নির্ধারিত দোকানের সিলিপ ছাড়া অন্য কোথাও থেকে কিনলে বই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে।

অভিভাবকদের ভাষ্যমতে, নির্ধারিত দোকান থেকে তুলনামূলক বেশি দামে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা কিনতে বাধ্য হওয়ায় অনেক অভিভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি বাইরে থেকে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে এসব সামগ্রী কিনলেও দোকানের সিলিপ দেখাতে না পারলে শিক্ষার্থীরা স্কুলের পাঠ্যবই পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং অভিযুক্ত অধ্যক্ষের অপসারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন, ‘আমি সদ্য উপজেলায় যোগদান করেছি। অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ আপডেট ১২:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা কেনার নামে অতিরিক্ত টাকা আদায় করছেন। তিনি একটি নির্দিষ্ট দোকান থেকে এসব সামগ্রী কেনার জন্য শিক্ষার্থীদের বাধ্য করছেন এবং নিজের নির্ধারিত দোকানের সিলিপ ছাড়া অন্য কোথাও থেকে কিনলে বই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে।

অভিভাবকদের ভাষ্যমতে, নির্ধারিত দোকান থেকে তুলনামূলক বেশি দামে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা কিনতে বাধ্য হওয়ায় অনেক অভিভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি বাইরে থেকে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে এসব সামগ্রী কিনলেও দোকানের সিলিপ দেখাতে না পারলে শিক্ষার্থীরা স্কুলের পাঠ্যবই পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং অভিযুক্ত অধ্যক্ষের অপসারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন, ‘আমি সদ্য উপজেলায় যোগদান করেছি। অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’