ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অধরা স্বপ্ন ছুঁয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো পিএসজি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 302

অধরা স্বপ্ন ছুঁয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো পিএসজি

ইতালিয়ান ফুটবলের আলাদা সৌরভ আছে। রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলের সঙ্গে ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি যোগ করেছেন ‘ফলস ডিফেন্স’ ও কাউন্টার অ্যাটাক। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাকে হারিয়ে দেওয়া সেই সিস্টেম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অচল করে দিয়েছে লুইস এনরিকে’র পিএসজিকে।

শনিবার রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে ৫ গোল করেছে পিএসজি। ইন্টার মিলানকে ৫–০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লা প্যারিসিয়েনরা।

পিএসজি ম্যাচের শুরু থেকেই আধিপত্য করে খেলতে থাকে। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। গোলের সামনে ফাঁকা জায়গায় থাকা সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের এই ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ দিয়াসারি ডুয়ে।

২১ বছর বয়সী, ‘নতুন নেইমার’ খ্যাত ফরাসি তরুণ ডুয়ে ২০ মিনিটে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তিও গড়েন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডুয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে ইন্টারের ফিরে আসার সব আশা শেষ করে দেন।

এরপর ৭৩ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন শীতকালীন দলবদলে নাপোলি থেকে যোগ দেওয়া জর্জিয়ান তরুণ খভিচা খভারাতস্কেলিয়া। বদলি হিসেবে নামা মায়ুলু ৮৬ মিনিটে ইন্টারের জালে শেষ পেরেক ঠুকে দেন।

এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে গেল ইনজাঘির ইন্টার। অন্যদিকে পিএসজি দুইবার ইউরোপ সেরার ফাইনালে উঠে এবার শিরোপা ঘরে তুলল। মার্সেইয়ের পরে দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতল তারা।

মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাদের পেছনে শত শত মিলিয়ন ইউরো খরচ করেও কাতারের মালিকানাধীন ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণ হয়নি। অথচ এনরিকে আনকোরা তরুণদের তারকা বানিয়ে ছুঁলেন সেই অধরা স্বপ্ন। বার্সার পর পিএসজির ডাগআউটে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি হলো তার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অধরা স্বপ্ন ছুঁয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো পিএসজি

সর্বশেষ আপডেট ১২:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

ইতালিয়ান ফুটবলের আলাদা সৌরভ আছে। রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলের সঙ্গে ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি যোগ করেছেন ‘ফলস ডিফেন্স’ ও কাউন্টার অ্যাটাক। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাকে হারিয়ে দেওয়া সেই সিস্টেম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অচল করে দিয়েছে লুইস এনরিকে’র পিএসজিকে।

শনিবার রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে ৫ গোল করেছে পিএসজি। ইন্টার মিলানকে ৫–০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লা প্যারিসিয়েনরা।

পিএসজি ম্যাচের শুরু থেকেই আধিপত্য করে খেলতে থাকে। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি। গোলের সামনে ফাঁকা জায়গায় থাকা সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের এই ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ দিয়াসারি ডুয়ে।

২১ বছর বয়সী, ‘নতুন নেইমার’ খ্যাত ফরাসি তরুণ ডুয়ে ২০ মিনিটে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কীর্তিও গড়েন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডুয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে ইন্টারের ফিরে আসার সব আশা শেষ করে দেন।

এরপর ৭৩ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন শীতকালীন দলবদলে নাপোলি থেকে যোগ দেওয়া জর্জিয়ান তরুণ খভিচা খভারাতস্কেলিয়া। বদলি হিসেবে নামা মায়ুলু ৮৬ মিনিটে ইন্টারের জালে শেষ পেরেক ঠুকে দেন।

এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে গেল ইনজাঘির ইন্টার। অন্যদিকে পিএসজি দুইবার ইউরোপ সেরার ফাইনালে উঠে এবার শিরোপা ঘরে তুলল। মার্সেইয়ের পরে দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতল তারা।

মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাদের পেছনে শত শত মিলিয়ন ইউরো খরচ করেও কাতারের মালিকানাধীন ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন পূরণ হয়নি। অথচ এনরিকে আনকোরা তরুণদের তারকা বানিয়ে ছুঁলেন সেই অধরা স্বপ্ন। বার্সার পর পিএসজির ডাগআউটে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি হলো তার।