ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, নতুন যোগ ১৩৬টি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 68

সংগৃহীত

প্রধান উপদেষ্টা‘র বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, অত্যাবশ্যক ওষুধের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তালিকায় নতুন মাত্রায় ১৩৬টি ওষুধ যোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তালিকাটি অপরিবর্তিত থাকার কারণে বাজারে থাকা হাজারেরও বেশি ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল।

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে এবং এ তালিকা বাস্তবায়ন করা হবে সরকারের বর্তমান মেয়াদেই।

তিনি আরও বলেন, তালিকায় ক্যানসার চিকিৎসার ওষুধ অন্তর্ভুক্ত হয়নি। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ তালিকায় রয়েছে। আগে দেশে অনেক ওষুধের মূল্য নির্ধারণ না থাকায় সেগুলো সহজে পাওয়া যাচ্ছিল না।

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশই ওষুধ কেনার জন্য ব্যয় হয় এবং দেশে স্বাস্থ্য বিমা বা সরকারি সুবিধার অভাবে সাধারণ মানুষ অতিরিক্ত খরচের বোঝা বহন করছে। তিনি জানান, এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া বিকল্প ছিল না।

তিনি  জানান, কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করতে পারবে না এবং যারা অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন, তাদের ধাপে ধাপে সরকারি মূল্যে নামতে হবে। তিনি নিশ্চিত করেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো মানুষের পকেট থেকে ওষুধের জন্য অতিরিক্ত খরচ কমানো।

ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, নতুন যোগ ১৩৬টি

সর্বশেষ আপডেট ০৭:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা‘র বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, অত্যাবশ্যক ওষুধের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তালিকায় নতুন মাত্রায় ১৩৬টি ওষুধ যোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তালিকাটি অপরিবর্তিত থাকার কারণে বাজারে থাকা হাজারেরও বেশি ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল।

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে এবং এ তালিকা বাস্তবায়ন করা হবে সরকারের বর্তমান মেয়াদেই।

তিনি আরও বলেন, তালিকায় ক্যানসার চিকিৎসার ওষুধ অন্তর্ভুক্ত হয়নি। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ তালিকায় রয়েছে। আগে দেশে অনেক ওষুধের মূল্য নির্ধারণ না থাকায় সেগুলো সহজে পাওয়া যাচ্ছিল না।

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশই ওষুধ কেনার জন্য ব্যয় হয় এবং দেশে স্বাস্থ্য বিমা বা সরকারি সুবিধার অভাবে সাধারণ মানুষ অতিরিক্ত খরচের বোঝা বহন করছে। তিনি জানান, এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া বিকল্প ছিল না।

তিনি  জানান, কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করতে পারবে না এবং যারা অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন, তাদের ধাপে ধাপে সরকারি মূল্যে নামতে হবে। তিনি নিশ্চিত করেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো মানুষের পকেট থেকে ওষুধের জন্য অতিরিক্ত খরচ কমানো।

ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত হয়েছে।