ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 104

অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দলটির ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত করা সকল ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “১৯৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যেখানেই, যেভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন— আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।”

তিনি আরও বলেন, “এই ক্ষমা প্রার্থনা আমরা কমপক্ষে তিনবার করেছি। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহার জেল থেকে মুক্তি পাওয়ার পরও আমি বলেছিলাম— ১৯৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কারও ক্ষতি হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।”

জামায়াত আমির বলেন, “আমরা ভুল করিনি— এটা বলব কীভাবে? আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে ৯৯টি সঠিক হতে পারে, কিন্তু একটি সিদ্ধান্ত যদি ভুল হয় এবং তাতে জাতির ক্ষতি হয়, তাহলে তার জন্য ক্ষমা চাইতে দ্বিধা কোথায়?”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে হবে। রোজার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”

তিনি আরও আশ্বাস দেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী সম্পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির

সর্বশেষ আপডেট ১১:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দলটির ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত করা সকল ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “১৯৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যেখানেই, যেভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন— আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।”

তিনি আরও বলেন, “এই ক্ষমা প্রার্থনা আমরা কমপক্ষে তিনবার করেছি। অধ্যাপক গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এ টি এম আজহার জেল থেকে মুক্তি পাওয়ার পরও আমি বলেছিলাম— ১৯৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কারও ক্ষতি হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।”

জামায়াত আমির বলেন, “আমরা ভুল করিনি— এটা বলব কীভাবে? আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে ৯৯টি সঠিক হতে পারে, কিন্তু একটি সিদ্ধান্ত যদি ভুল হয় এবং তাতে জাতির ক্ষতি হয়, তাহলে তার জন্য ক্ষমা চাইতে দ্বিধা কোথায়?”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে হবে। রোজার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”

তিনি আরও আশ্বাস দেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী সম্পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে।”