বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ও মাই গড’ এবার আরও বড় আকারে ফিরছে। তৃতীয় কিস্তিতে অক্ষয় কুমারের সঙ্গে যুক্ত হয়েছেন রানি মুখার্জি, যা বর্তমানে বলিউডের অন্যতম বড় কাস্ট হিসেবে বিবেচিত হচ্ছে। খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা, সূত্রের বরাত দিয়ে।
আরও পড়তে পারেন
সূত্র জানায়, ‘ও মাই গড’ অক্ষয় কুমারের স্বপ্নের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। তৃতীয় কিস্তিতে রানি মুখার্জির যোগদান গল্পে নতুন মাত্রা যোগ করবে। পরিচালক অমিত রাই এমন একটি গল্প তৈরি করেছেন, যা আগের দুই কিস্তির তুলনায় আরও বড়, সময়োপযোগী এবং প্রভাবশালী হবে।
সিনেমাটি বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ শুটিং ফ্লোরে যাওয়ার কথা। সূত্রের দাবি, অক্ষয় শুরু থেকেই চেয়েছিলেন, ‘ও মাই গড ৩’ গল্প, আবেগ ও অভিনয় সব দিক থেকে আগের ছবির চেয়ে বড় হোক। রানি মুখার্জির অন্তর্ভুক্তি সেই লক্ষ্য আরও শক্তিশালী করেছে।
এর আগে ‘ও মাই গড’ এবং ‘ও মাই গড ২’ ছবিগুলো বিপুল সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তিতে অক্ষয় আবারও পরিচালক অমিত রাইয়ের সঙ্গে কাজ করতে চলেছেন। সামাজিক বার্তা ও বিনোদনের সমন্বয়ে তৈরি এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে।
ছবির নির্মাতাদের তরফে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার প্রত্যাশা করা হচ্ছে।



































