ফেব্রুয়ারিতে সবাইকে নিয়ে নির্বাচন চাই: শফিকুর রহমান
- সর্বশেষ আপডেট ০১:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 81
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রায় ১৫ দিনের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন। এই সময়ে তিনি সৌদি আরবে পবিত্র উমরা পালন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন।
কবে প্রার্থী ঘোষণা করছেন এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব।’
দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন। এ দায়িত্বটা বড় ভারি।’
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াত আমির।
































