শিরোনাম
তৌহিদ-ইসহাক বৈঠক ২৪ আগস্ট
কূটনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 157
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট তাঁর ঢাকায় আসার কথা রয়েছে, আর ফিরবেন ২৪ আগস্ট।
জানা গেছে, ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
এছাড়াও অন্যান্য কর্মসূচির পাশাপাশি ২৪ আগস্ট ইসহাক দার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দেশটির সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো আলোচনা হবে।
এর আগে ঢাকা সফর করেন পাক পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সে সময় তিনি সাবেক পররাষ্ট্র সচিব জসীমউদ্দীনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, বৈঠকে ভালো আলোচনা হয়েছে।
































