ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে গেল আরো ৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 91

প্রতীকী ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। একই সময়ে নতুন করে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালের ৩৪৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮৫৮ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ২৪৩ জন।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল—সেই বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গুতে গেল আরো ৫ প্রাণ

সর্বশেষ আপডেট ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। একই সময়ে নতুন করে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালের ৩৪৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮৫৮ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ২৪৩ জন।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল—সেই বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।