ট্রাম্পের শুল্কবৃদ্ধিতে উত্তপ্ত ভারত-চীন, ‘মাস্তান’ ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 154
রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
ট্রাম্পের নতুন ঘোষিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুল্ককে ‘অন্যায় ও অযৌক্তিক’ হিসেবে অভিহিত করে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে।
চীনও এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পকে ‘মাস্তান’ বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, ‘মাস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে।’ তাঁর মতে, শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলোকে দমন করা জাতিসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী এবং এই ধরনের পদক্ষেপ দীর্ঘস্থায়ী হবে না।
ভারতের ওপর শুল্কহার বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়ানো হতে পারে।
২৪ ঘণ্টার মধ্যেই নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বুধবার এক ঘোষণায় জানান, রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এর পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়, যেখানে বলা হয়, ‘সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমাদের তেল আমদানি বাজারভিত্তিক এবং দেশের ১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সার্বিক উদ্দেশ্যকে সামনে রেখেই করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপকে আমরা অত্যন্ত দুঃখজনক মনে করি, বিশেষত যখন অন্যান্য অনেক দেশও তাদের জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এসব পদক্ষেপ অবিচারপূর্ণ, অযৌক্তিক এবং অযথা। ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।’
































